টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মাসুদুল হক মাসুদ। প্রধান বক্তা ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরণ দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা। এতে স্বাগত বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তালুকদার বাদল। সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের পনের সহশ্রাধিক নেতাকর্মী অংশ নেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















