রংপুরের কাউনিয়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার হারাগাছ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে একদল মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম নিহত হন।
কাউনিয়া থানার ওসি আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত রবিউল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে ১০টি মাদক মামলা রয়েছে।




















