বাংলা চলচ্চিত্রের ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের জন্মদিন আজ (০৪ নভেম্বর)। ১৯৫৫ সালের এই দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি।
এন্ড্রু কিশোরের পুরো নাম এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ। তিনি ছয় বছর বয়স থেকে সংগীতের তালিম নেওয়া শুরু করেন। তার বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মা মিনু বাড়ৈ। মা ছিলেন সংগীতানুরাগী, কিশোর কুমারের ভক্ত। প্রিয় শিল্পীর নামানুসারে সন্তানের নাম রাখেন ‘কিশোর’।
মায়ের স্বপ্ন পূরণ করতেই সংগীতাঙ্গনে পা রাখেন এন্ড্রু কিশোর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসংগীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যখানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘সবাই তো ভালোবাসা চায়’ প্রভৃতি।
মূলত সিনেমার গানের শিল্পী হিসেবে কালজয়ী হন এন্ড্রু কিশোর। ১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ সিনেমায় আলম খানের সুরে প্রথম গান করেন তিনি। তবে শ্রোতামহলে তার কণ্ঠ ছড়িয়ে পড়ে ১৯৭৯ সালের ‘প্রতিজ্ঞা’ সিনেমার ‘এক চোর যায় চলে’ গানের মাধ্যমে। সব মিলিয়ে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এন্ড্রু কিশোর। এ ছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
২০২০ সালের ৬ জুলাই তার মৃত্যু হয়। তবে অসংখ্য শ্রোতার প্রিয় গায়ক হিসেবে এখনো ফিরে ফিরে আসেন এন্ড্রু কিশোর। তার প্রতি শ্রোতাদের ভালোবাসা যেন বেড়েই চলেছে।
বিজনেস বাংলাদেশ/একে


























