০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

শ্রীলঙ্কাকে ২৭৯ রানে আটকে দিল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ২৭৯ রানে অলআউট করেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নামা তানজীম হাসান সাকিব। শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করেন আসালাংকা। তার ব্যাট থেকে আসে ১০৫ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস।

মিরাজ ভাঙলেন প্রতিরোধ

ভয়ঙ্কর হয়ে উঠছিলো ধনাঞ্জয়া-আসালাঙ্কা জুটি। তবে আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। উইকেট ছেড়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়ে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা। ফেরার আগে তিনি করেন ৩৬ বলে ৩৪। এই আউটে ভাঙে ৭৮ রানের জুটি। ৪০.১ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২২৩ রান।

হাল ধরেছেন আসালাংকা-ধনাঞ্জয়া

ম্যাথিউস রান আউট হওয়ার পর দ্রুত দলের হাল ধরেছেন আসালাংকা-ধনাঞ্জয়া। দুজনের জুটি ৫০ পেরিয়েছে।

সেটিও বেশ দ্রুতগতিতেই। ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৯১ রাঙ।
দেরি করায় “টাইম আউট” ম্যাথিউস

মাঠে ঢুকে বল মোকাবিলা করতে দেরি করে ফেলেছিলেন শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ফলে নির্ধারিত সময় পার হয়ে যায়। এ কারণেই টাইমড আউটের আবেদন করে বাংলাদেশ। সেই আবেদনে সাড়া দিয়ে আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার ইরাসমাস। ধারাভাষ্যে থাকা শ্রীলঙ্কান রাসেল আর্নল্ডের দেওয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউটের ঘটনা এটাই প্রথম।

শ্রীলঙ্কার প্রতিরোধ ভাঙলেন সাকিব

৭২ রানে ৩ উইকেট হারানোর পর সামারাবিক্রমা ও আসালাংকা মিলে হাল ধরেন। দুজনের জুটিতে বেশ ভালো গতিতে রান উঠছিল শ্রীলঙ্কার বোর্ডে। তবে দলীয় ১৩৫ রানে সামারাবিক্রমাকে ফিরিয়ে তাদের ৬৩ রানের জুটি ভাঙলেন সাকিব। ফেরার আগে ৪১ রান করেন সামারাবিক্রমা। ২৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩৫ রান।

শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ১০০ পার

শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ১০০ পার হয়েছে। ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১০৫ রান।

বিশ্বকাপে প্রথম উইকেট পেলেন সাকিব

বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নেমে ভালো বোলিং করলেও প্রথমে একটু খরুচে ছিলেন তানজীম হাসান সাকিব। নিজের চতুর্থ ওভারেই উইকেটের দেখা পেলেন তিনি। লঙ্কান ব্যাটার নিশাংকা তার বলে বোল্ড হয়ে ফিরলেন। ফেরার আগে ৩৬ বলে ৪১ রান করেন তিনি।

কুশল মেন্ডিসকে ফেরালেন সাকিব

শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসকে ফেরালেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এতে ভাঙে ৬১ রানের জুটি। সাকিবে উড়িয়ে মারতে গিয়ে শরিফুলের হাতে ধরা পড়েন কুশল। ফেরার আগে তিনি করেন ১৯ রান। ১২ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৬৯ রান।

প্রথম পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ৫২/১

প্রথম ওভারে কুশল পেরেরাকে হারানোর পর ঘুরে দাড়িয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল মেন্ডিস ও নিসাংকা মিলে দলকে এগিয়ে নিচ্ছেন। দুজনের জুটি ইতিমধ্যে ৫০ রান পার হয়েছে। ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৫৯ রান।

মুশফিকের উড়ন্ত ক্যাচ, প্রথম উইকেট হারালো শ্রীলঙ্কা

প্রথম ওভারেই উইকেটের দেখা পেলো বাংলাদেশ। শরিফুলের করা ওভারের শেষ বলে বাঁ দিকে ঝাপিয়ে পড়ে লঙ্কান ব্যাটার কুশল পেরেরার ক্যাচ তালুবন্দি করেন মুশফিকুর রহিম।

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

চলতি বিশ্বকাপে নিজেদের নবম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। এই ম্যাচে মোস্তাফিজের জায়গায় তানজিম হাসান সাকিবকে একাদশে ফিরিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। আজই বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে এই ডানহাতি পেসারের।

শ্রীলঙ্কা দলেও আছে দুটি পরিবর্তন। দুশান হেমন্ত ও দিমুথ করুনারত্নের জায়গায় খেলছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ- পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

বিজনেস বাংলাদেশ/bh

 

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

শ্রীলঙ্কাকে ২৭৯ রানে আটকে দিল বাংলাদেশ

প্রকাশিত : ০৬:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

শ্রীলঙ্কাকে ২৭৯ রানে অলআউট করেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নামা তানজীম হাসান সাকিব। শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করেন আসালাংকা। তার ব্যাট থেকে আসে ১০৫ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস।

মিরাজ ভাঙলেন প্রতিরোধ

ভয়ঙ্কর হয়ে উঠছিলো ধনাঞ্জয়া-আসালাঙ্কা জুটি। তবে আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। উইকেট ছেড়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়ে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা। ফেরার আগে তিনি করেন ৩৬ বলে ৩৪। এই আউটে ভাঙে ৭৮ রানের জুটি। ৪০.১ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২২৩ রান।

হাল ধরেছেন আসালাংকা-ধনাঞ্জয়া

ম্যাথিউস রান আউট হওয়ার পর দ্রুত দলের হাল ধরেছেন আসালাংকা-ধনাঞ্জয়া। দুজনের জুটি ৫০ পেরিয়েছে।

সেটিও বেশ দ্রুতগতিতেই। ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৯১ রাঙ।
দেরি করায় “টাইম আউট” ম্যাথিউস

মাঠে ঢুকে বল মোকাবিলা করতে দেরি করে ফেলেছিলেন শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ফলে নির্ধারিত সময় পার হয়ে যায়। এ কারণেই টাইমড আউটের আবেদন করে বাংলাদেশ। সেই আবেদনে সাড়া দিয়ে আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার ইরাসমাস। ধারাভাষ্যে থাকা শ্রীলঙ্কান রাসেল আর্নল্ডের দেওয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউটের ঘটনা এটাই প্রথম।

শ্রীলঙ্কার প্রতিরোধ ভাঙলেন সাকিব

৭২ রানে ৩ উইকেট হারানোর পর সামারাবিক্রমা ও আসালাংকা মিলে হাল ধরেন। দুজনের জুটিতে বেশ ভালো গতিতে রান উঠছিল শ্রীলঙ্কার বোর্ডে। তবে দলীয় ১৩৫ রানে সামারাবিক্রমাকে ফিরিয়ে তাদের ৬৩ রানের জুটি ভাঙলেন সাকিব। ফেরার আগে ৪১ রান করেন সামারাবিক্রমা। ২৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩৫ রান।

শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ১০০ পার

শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ১০০ পার হয়েছে। ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১০৫ রান।

বিশ্বকাপে প্রথম উইকেট পেলেন সাকিব

বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নেমে ভালো বোলিং করলেও প্রথমে একটু খরুচে ছিলেন তানজীম হাসান সাকিব। নিজের চতুর্থ ওভারেই উইকেটের দেখা পেলেন তিনি। লঙ্কান ব্যাটার নিশাংকা তার বলে বোল্ড হয়ে ফিরলেন। ফেরার আগে ৩৬ বলে ৪১ রান করেন তিনি।

কুশল মেন্ডিসকে ফেরালেন সাকিব

শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসকে ফেরালেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এতে ভাঙে ৬১ রানের জুটি। সাকিবে উড়িয়ে মারতে গিয়ে শরিফুলের হাতে ধরা পড়েন কুশল। ফেরার আগে তিনি করেন ১৯ রান। ১২ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৬৯ রান।

প্রথম পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ৫২/১

প্রথম ওভারে কুশল পেরেরাকে হারানোর পর ঘুরে দাড়িয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল মেন্ডিস ও নিসাংকা মিলে দলকে এগিয়ে নিচ্ছেন। দুজনের জুটি ইতিমধ্যে ৫০ রান পার হয়েছে। ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৫৯ রান।

মুশফিকের উড়ন্ত ক্যাচ, প্রথম উইকেট হারালো শ্রীলঙ্কা

প্রথম ওভারেই উইকেটের দেখা পেলো বাংলাদেশ। শরিফুলের করা ওভারের শেষ বলে বাঁ দিকে ঝাপিয়ে পড়ে লঙ্কান ব্যাটার কুশল পেরেরার ক্যাচ তালুবন্দি করেন মুশফিকুর রহিম।

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

চলতি বিশ্বকাপে নিজেদের নবম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। এই ম্যাচে মোস্তাফিজের জায়গায় তানজিম হাসান সাকিবকে একাদশে ফিরিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। আজই বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে এই ডানহাতি পেসারের।

শ্রীলঙ্কা দলেও আছে দুটি পরিবর্তন। দুশান হেমন্ত ও দিমুথ করুনারত্নের জায়গায় খেলছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ- পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

বিজনেস বাংলাদেশ/bh