মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আরো ১০ থেকে ১২ জন আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রাবার সকালে বরংগাইল হাইওয়ে পুলিশের এসআই আমীর হোসেন সাংবাদিকদের জানান, পিকআপটি উদ্ধার করা হলেও যাত্রীবাহী পরিবহনটি এখনো মহাসড়কের পাশের খাদে পড়ে আছে।




















