ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় দুজন পুলিশ সদস্য আহত হন। এসময় ৩৪০ পিস ইয়াবা ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত শামীম নেকমরদ এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ধর্মগড় ভদ্রেশ্বরী চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে শামীম নিহত হন।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শামীম একজন তালিকাভুক্ত আসামি। তার নামে এগারোটি মামলা বিচারাধীন রয়েছে।




















