ময়মনসিংহের চরভবানীপুরে ঘর বানানোকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, সদর উপজেলার চরভবানীপুর গ্রামে জমি নিয়ে সিরাজ আলীর দুই ছেলের মধ্যে বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে বড় ছেলে আলী হোসেন (৩০) বসতভিটায় ছাপড়াঘর নির্মাণ করতে চাইলে ছোট ভাই বিল্লাল হোসেন তাতে বাধা দেয়। এক পর্যায়ে বিল্লালের সাথে থাকা চাকু দিয়ে আঘাত করলে আলী হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাঁশ দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করলে গুরুতর জখম হয় আলী হোসেন।
পরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতোয়ালী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




















