১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

গ্র্যামিতে মনোনয়ন পেলো নরেন্দ্র মোদির লেখা গান

বিশ্ব সংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ড। মর্যাদাপূর্ণ এ আসরে মনোনয়ন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান গায়িকা ফালু ও গৌরব শাহ।

‘অ্যাবানডান্স ইন মিলেট’ শিরোনামের গানের জন্য বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছেন তারা। গানটি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইটে এসব তথ্য পাওয়া গেছে।

গায়িকা ফালু ও তার স্বামী গৌরব শাহ গানটি তৈরি করেন। এ গানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার একটি বড় অংশ রয়েছে। গত জুন মাসে মুক্তি পায় গানটি।

সেই সময় ফালু বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমার স্বামী গৌরব এই গানের কথা লিখেছেন। ইংরেজি এবং হিন্দি— দুই ভাষাতেই গানের কথা লেখা হয়েছে।’

মিলেট শস্য ভারতে কীভাবে ক্ষুধা দূর করবে, সেই ভাবনা থেকেই গানটি লেখা। এই শস্য খাদ্যাভাসে রাখলে তার সুবিধা; পাশাপাশি মিলেট চাষ ভারতের কৃষকদের ক্ষেত্রে কতটা লাভজনক সে কথাও তুলে ধরা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গ্র্যামিতে মনোনয়ন পেলো নরেন্দ্র মোদির লেখা গান

প্রকাশিত : ০১:২০:০১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

বিশ্ব সংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ড। মর্যাদাপূর্ণ এ আসরে মনোনয়ন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান গায়িকা ফালু ও গৌরব শাহ।

‘অ্যাবানডান্স ইন মিলেট’ শিরোনামের গানের জন্য বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছেন তারা। গানটি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইটে এসব তথ্য পাওয়া গেছে।

গায়িকা ফালু ও তার স্বামী গৌরব শাহ গানটি তৈরি করেন। এ গানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার একটি বড় অংশ রয়েছে। গত জুন মাসে মুক্তি পায় গানটি।

সেই সময় ফালু বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমার স্বামী গৌরব এই গানের কথা লিখেছেন। ইংরেজি এবং হিন্দি— দুই ভাষাতেই গানের কথা লেখা হয়েছে।’

মিলেট শস্য ভারতে কীভাবে ক্ষুধা দূর করবে, সেই ভাবনা থেকেই গানটি লেখা। এই শস্য খাদ্যাভাসে রাখলে তার সুবিধা; পাশাপাশি মিলেট চাষ ভারতের কৃষকদের ক্ষেত্রে কতটা লাভজনক সে কথাও তুলে ধরা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে