জমকালো আয়োজনে আগামী ১৪ নভেম্বর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের আসরেও প্রধানমন্ত্রীর সামনে নাচবেন চিত্রনায়ক জায়েদ খান। বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক নিজেই।
তার ভাষ্য, ‘খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে গানে অংশ নেব। তাদের বিখ্যাত দুই গানে নাচতে যাচ্ছি এটা আমার সৌভাগ্য। আর যেহেতু প্রধানমন্ত্রীর সামনে নাচব, তাই এটাকে আমার পরম পাওয়া বলে মনে করছি।’
তিনি জানান, পুরস্কার প্রদান অনুষ্ঠানে খসরু অভিনীত ‘বাদশা’ সিনেমার কালজয়ী গান ‘ওরে ও প্রাণের রাজা’ এবং রোজিনার ‘অবিচার’ সিনেমার ‘ছেড়ো না ছেড়ো না হাত’ গান দুটিতে পারফর্ম করবেন জায়েদ। সঙ্গে থাকবেন চিত্রনায়িকা আঁচল।
এবার চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ‘ওরা ১১ জন’খ্যাত নায়ক কামরুল আলম খান খসরু (বীর মুক্তিযোদ্ধা) এবং রওশন আরা রোজিনা।
এর আগে, গত বছর চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে নেছিলেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক।


























