১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: বৃদ্ধকে কুপিয়ে হত্যা

পাবনার বেড়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় মোজাহার মোল্লা (৭২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার পায়না মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার (১৫ নভেম্বর) বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই বিরোধ শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন এসে বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এবং মোজাহার মোল্লাকে একা পেয়ে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে অঘাত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোজাহার মোল্লা উপজেলার বড় পায়না মহল্লার পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত হারুন মোল্লার ছেলে। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

এব্যাপারে বেড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে এক জনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বাকিটা জানানো সম্ভব হবে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৬:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

পাবনার বেড়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় মোজাহার মোল্লা (৭২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার পায়না মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার (১৫ নভেম্বর) বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই বিরোধ শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন এসে বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এবং মোজাহার মোল্লাকে একা পেয়ে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে অঘাত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোজাহার মোল্লা উপজেলার বড় পায়না মহল্লার পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত হারুন মোল্লার ছেলে। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

এব্যাপারে বেড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে এক জনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বাকিটা জানানো সম্ভব হবে।

বিজনেস বাংলাদেশ/bh