ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতকানিয়ায় একটি বাস ও হাইএস গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হন।
শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সাতকানিয়া কেরানিরহাট গরুর বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম আব্দুর রাজ্জাক বলে জানা গেছে। তিনি সাতকানিয়ার বাসিন্দা। অপর নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগ্রাবাদ কন্ট্রোল রুমের অফিসার শাহিদুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হাইএস মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই হাইএস যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় আরো সাত যাত্রী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশনের কর্মীরা বাস ও হাইএস গাড়িটি মহাসড়ক থেকে উদ্ধার করেছে।




















