ঢাকা দুপুর ২:১৮, বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

টাঙ্গাইলের দুইটি আসনে আ’লীগের মনোনয়ন ফরম কিনেছেন মুরাদ সিদ্দিকী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে দুইটি আসনের জন্য আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মুরাদ সিদ্দিকী। রোববার ঢাকায় আওয়ামী লীগের ধানমন্ডি দলীয় কার্যালয় থেকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের জন্য এই মনোনয়ন ফরম কেনা হয়েছে।
মুরাদ সিদ্দিকী দুইটি আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কেনার বিষয়টি রোববার দুপুরে নিশ্চিত করেছেন। তবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতারা এ বিষয়ে কিছু জানেন না।
মুরাদ সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর ভাই।
স্থানীয় সূত্র জানায়, ১৯৯৯ সালে কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বের হয়ে কৃষক শ্রমিক জনতা লীগ নামক নতুন রাজনৈতিক দল গঠন করেন। মুরাদ সিদ্দিকী সে সময় ওই দলের সাথে যুক্ত হন। তিনি একাধিকবার টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। ২০০৮ সালের পর কৃষক শ্রমিক জনতা লীগের সাথে তিনি সম্পর্ক ছিন্ন করেন। তারপর থেকে আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করছেন। দলে ঢুকতে না পারলেও জেলা আওয়ামী লীগের একটি অংশের সাথে যোগাযোগ রয়েছে তার। দলীয় বিভিন্ন কর্মকান্ডেও অংশ নেন। দলীয় সূত্র জানায়, ২০২২ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনের পর তিনি জেলা কমিটিতে স্থান পাওয়ার ব্যাপারে ‘সংকেত’ পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলের শীর্ষ পর্যায় থেকে আপত্তির কারনে দলে ঢুকতে পারেননি।
মুরাদ সিদ্দিকী বলেন, আমি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ সব সময় লালন করে এসেছি। আমি আওয়ামী লীগের বাইরের কেউ নই।
মুরাদ সিদ্দিকীর অনুসারী ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আরজু জানান, সোমবার মুরাদ সিদ্দিকী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেবেন।
দলের পদ পদবি নেই। তারপরও মুরাদ সিদ্দিকী দলীয় মনোনয়ন ফরম কেনা সম্পর্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। এ ব্যাপারে কোন মন্তব্য করবো না।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী বলেন, এ বিষয়ে কিছু বলবো না।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, যে কেউ মনোনয়ন ফরম কিনতে পারেন। জমা দেয়ার সময় তো পদ পদবি উল্লেখ করে জমা দিতে হবে।

বিজনেস বাংলাদেশ/bh

এ বিভাগের আরও সংবাদ