রাতের আঁধারে ৩টি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, চট্টগ্রামের সাতকানিয়া এলাকার রাস্তার মাথা ফোরক কোম্পানির মাঠের ইসহাক এর গ্যারেজের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঐ গাড়ী গুলো পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে ,সবাই ঘুমে ছিল কারা করেছে সে ব্যাপারে জানা যায় নি।
পুড়িয়ে দেওয়া ৩টি গাড়ির মধ্যে ১টি গাড়ির মালিক লোহাগাড়া এলাকার অপর ২টি গাড়ির মালিক সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া ৯নং ওয়ার্ডের মাদারবাড়ি এলাকার সিরাজুল হক।
সিরাজুল হক জানান, পুড়িয়ে দেয়া গাড়ীর মধ্যে ঢাকা মেট্রো ব ১৪-০৯৮৫, /১৪-৪৩৬৭ দুটি গাড়ি তার চট্টগ্রাম থেকে গাড়ীর কাজ করে রাত ১২টার দিকে কেরানীহাট আসে
গাড়ী ওখানে রেখে বাড়িতে যাওয়ার পর ৪টার সময় ফোন আসে আমার গাড়ীতে আগুন দিয়েছে। এসে দেখি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাচ্ছে,এমন ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ী কিনেছিলেন, দুটি গাড়ির ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/একে




















