কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়)।
ফেয়ারমন্ট ল্যা শাটো ফ্রন্টেন্যাক হোটেলের তৃতীয় তলায় অবস্থিত পেটিট ফ্রন্টেন্যাক কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।
এর আগে শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডায় পৌঁছান শেখ হাসিনা। এ বছর সম্মেলনটির আয়োজক দেশ ছিল কানাডা।
কানাডা সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা-ট্রুডো বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। তবে গত মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানিয়েছেন, বৈঠকে বঙ্গবন্ধুর খুনী নুর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনা হবে।
কানাডার সময় রবিবার বিকেলে টরন্টোর মেট্টা কনভেনশন সেন্টারে এক নাগরিক সংবর্ধনায় বক্তৃতা করবেন শেখ হাসিনা।






















