চলতি সময়ে প্রায় নিয়মিত ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকছেন কন্ঠশিল্পী গগন সাকিব। আসছে ২৯ নভেম্বর নিজের জন্মদিন উপলক্ষ্যে একটি বিশেষ গানচিত্র নির্মাণ করেছেন। ‘আমি নষ্ট ছিলাম না’ শীর্ষক গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে গগন সাকিব অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে। এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর নিজের কথা, স্ুের গাইলেন গগন সাকিব। গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গগন সাকিব অফিশিয়াল টীমের প্রজেক্ট ডিজাইনে গানের ভিডিওতে মডেল হয়েছেন গগন ও জান্নাত। এই গান প্রসঙ্গে গগন সাকিব বলেন, ‘ আসলে এটি আমার প্রিয় শ্রোতাদের জন্য আমার পক্ষ থেকে বিশেষ উপহার। এই গানটি আমার কাছে একটু বিশেষ কারন এর কথা, সুর আমার ও সংগীতায়োজন করেছেন প্রিয় শাহরিয়ার রাফাত ভাই। গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
গগন সাকিবের জন্মদিন স্পেশাল
-
বিনোদন প্রতিবেদক - প্রকাশিত : ০৫:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- 55
ট্যাগ :
জনপ্রিয়


























