শেরপুর জেলা পরিষদের হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, শেরপুর ইউনিটের ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর শনিবার বিকেলে শেরপুর জেলা পরিষদের মিলায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।
জেলা পরিষদের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির রুমানের সভাপতিত্বে ও রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউছুফ আলী রবিনের সঞ্চালনায় অন্যান্য অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালেক, রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য ও ডেলিকেট শামছুন্নাহার কামাল।
এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ বায়েজ হাসান, ৯ নং চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য এস এম সাব্বির আহম্মেদ খোকন, সদর উপজেলা পরিষদের বাইচ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য সাবিহা জামান শাপলা, ২ নং চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম রেজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান- ১ আবু তাহের, প্যানেল চেয়ারম্যান- ২ মোহাম্মদ মোছা মিয়া, জেলা পরিষদের সদস্য মো: ছানোয়ার হোসেন প্রমুখ।





















