ফাইনালে টানা ছয়বারের চ্যাম্পিয়ন পরাক্রমশালী ভারতকে তিন উইকেটে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশে নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদের পক্ষ থেকে।
সোমবার সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারী ক্রিকেটারদের এই অভিনন্দন জানান।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ার কাপের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ‘এই অর্জন বাংলাদেশের জন্য অনন্য গৌরব ও সম্মান বয়ে এনেছে। এই অর্জনে বাংলাদেশের নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
প্রসঙ্গত, রবিবার (১০ জুন) এক শ্বাসরুদ্ধকর খেলায় এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে এবারই প্রথম ফাইনালে উঠে সালমারা। মেয়েদের হাত ধরেই ক্রিকেটে প্রথমবারের বহুজাতিক কোনও টুর্নামেন্টে এই প্রথম শিরোপা আসলো বাংলাদেশে।

























