সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কালুখালীর সূর্য্যদিয়া রেলগেটে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী আসছিলো। এসময় চাঁদপুর বাসষ্ট্যান্ড থেকে ভ্যান যোগে সূর্য্যদিয়া যাবার পথে সূর্য্যদিয়া রেলগেটে রেললাইনে ভ্যানটি উঠে পড়লে ট্রেনের সাথে ধাক্কা লেগে ভ্যানটি দুমড়ে মুচরে যায়। এসময় ঘটনাস্থলে দুজনই নিহত হন।
নিহত ভ্যানযাত্রী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিয়া গ্রামের মৃত দতো খা এর পুত্র খয়ের খা। এ সংবাদ লেখা পর্যন্ত ভ্যান চালকের পরিচয় জানা যায়নি।
সংবাদ পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরত হাল রিপোর্ট করে।
এ ব্যপারে রাজবাড়ী রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সোমনাথ বসু জানান, সূর্য্যদিয়া রেলক্রসিং এ ভ্যানযাত্রী সহ চালক টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। লাশের সুরত হাল রিপোর্ট করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি




















