আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং
তার মেয়ের জামাই বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করে।
কিন্তু মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বৈধ হলেও বাতিল হয়েছে তার মেয়ের জামাই নুরুল ইসলাম সাজেদুলেরটা। ফলে সিরাজগঞ্জ-৫ আসনে জামাই শ্বশুরের ভোট যুদ্ধ হলো না।
সোমবার (৪ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে সিরাজগঞ্জ-৪, সিরাজগঞ্জ-৫ ও সিরাজগঞ্জ-৬ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। মনোনয়নপত্র বাছাই শেষে এ তথ্য জানা যায়। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় সিরাজগঞ্জ-৫ আসনে নুরুল ইসলাম সাজেদুলের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া ঋণখেলাপির কারণে।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আব্দুল লতিফ বিশ্বাস। আর তার জামাতা বেলকুচি উপজেলা চেয়ারম্যানের পদ পদত্যাগ করেন।




















