১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

‘আপনি আইন জানেন? সাংবাদিককে শাহজাহান ওমর

নির্বাচন কমিশনে এসে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করলেন বিএনপির বহিষ্কৃত নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করলে তিনি খেপে গিয়ে এক সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনি আইন জানেন? কে বলল আমি আইন ভেঙেছি?’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন শাহজাহান ওমর।

গতকাল সোমবার নিজের নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করেন শাহজাহান ওমর। ওই সমাবেশে অস্ত্র হাতে এক বিএনপি নেতাকেও দেখা গেছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা তলব করে তাঁকে চিঠি দিয়েছে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি।

জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিতে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

সিইসির সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চাইলে শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, ‘ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব? আমি কেন এসেছি, এ বিষয়ে আপনাদের জবাবদিহি করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।’

টিভি সাংবাদিকদের কেউ কেউ ভিডিও করতে গেলে খেপে যান শাহজাহান ওমর। কেন তাঁর ছবি নেওয়া হচ্ছে, সে প্রশ্ন করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‘আপনি আইন জানেন? সাংবাদিককে শাহজাহান ওমর

প্রকাশিত : ০৭:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

নির্বাচন কমিশনে এসে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করলেন বিএনপির বহিষ্কৃত নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করলে তিনি খেপে গিয়ে এক সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনি আইন জানেন? কে বলল আমি আইন ভেঙেছি?’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন শাহজাহান ওমর।

গতকাল সোমবার নিজের নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করেন শাহজাহান ওমর। ওই সমাবেশে অস্ত্র হাতে এক বিএনপি নেতাকেও দেখা গেছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা তলব করে তাঁকে চিঠি দিয়েছে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি।

জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিতে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

সিইসির সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চাইলে শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, ‘ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব? আমি কেন এসেছি, এ বিষয়ে আপনাদের জবাবদিহি করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।’

টিভি সাংবাদিকদের কেউ কেউ ভিডিও করতে গেলে খেপে যান শাহজাহান ওমর। কেন তাঁর ছবি নেওয়া হচ্ছে, সে প্রশ্ন করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ