পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আগামী ১২ ডিসেম্বর ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। বুধবার (০৬ ডিসেম্বর) ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জেন অফিসের আয়োজনে সিভিল সার্জেন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: সিবলী সুফিউল্লাহ, প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহম্মেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল চাকমা।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে শিশুদের। এবার পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের জন্য লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে- স্বাভাবিক শিশু ৬-১১ মাসের শিশু ৯৩৫৯ জন, ১২-৫৯ মাসের শিশু ৭১৮৩৯ জন এবং প্রতিবন্ধী শিশু ১২-৫৯ মাসের ২৬ জন। সর্বমোট ৮১২২৪ জন শিশুকে এই ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে বলে জানানো হয়।
সভায় সভাপতির বক্ত্যব্যে সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী বলেন, পার্বত্য জেলা রাঙ্গামাটি দুর্গম হওয়ার সর্তেও আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শিশুদের জন্য ভিটামিন “এ” পৌঁছিয়ে দেবার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আশা করি পার্বত্য জেলার কোন শিশু ভিটামিন এ থেকে বঞ্চিত হবে না।
সভায় ডেপুটি সিভিল সার্জন ডা: সিবলী সুফিউল্লাহ ভিটামিন “এ” এর অভাবে কি কি হতে পারে এবং কোন কোন খাবারে ভিটামিন “এ” আছে এসব বিষয়ে স্লাইড উপস্থাপন করা হয়।
বিজনেস বাংলাদেশ/একে




















