পাবনার বেড়ায় সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ইয়াছির আরাফাত ইমরানেরউপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে সাঁথিয়া উপজেলাধীন সিএন্ডবি করমজা চতুর বাজার ইছামতি বিচিত্রা বণিক সমিতি লিমিটেড ও করমজা চতুর বাজার কুলি-শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ইছামতি বিচিত্রা বিতান সমবায় সমিতির সহ-সভাপতি খোরশেদ আলম মাস্টারের সভাপতিত্বে, বক্তব্য রাখেন ইছামতি বিচিত্রা বিতান সমবায় সমিতির সভাপতি আব্দুল মজিদ, বেড়া পৌরসভার প্যানেল মেয়র ও ইছামতি বিচিত্রা বিতান সমবায় সমিতির সাধারন সম্পাদক রাইসুল ইসলাম তারেক, পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম বস, সাবেক ছাত্রনেতা রমজান আলী বিএ, সাবেক সভাপতি আশরাফ আলী সরদার, যুগ্ন সাধারন সম্পাদক ইমরান হোসেন ময়লাল, ইছামতি বিচিত্রা বিতান সমবায় সমিতির উপদেষ্টা জনাব আলীসহ সমিতির সকল সদস্য ব্যবসায়ীবৃন্দ ও শ্রমিকবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি