টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’ হয়েছেন সংগীত শিল্পী টেইলর সুইফট। সাধারণত এই পুরষ্কার কোনো ইভেন্ট বা ব্যক্তিকে দেওয়া হয় যা গত বছরের বিশ্বব্যাপী ঘটনাবলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বলে মনে করা হয়।
পুরস্কার পেয়ে সুইফট জানিয়েছেন, এটি তার জীবনের সবচেয়ে গর্বের ও খুশির মুহূর্ত।
টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ স্যাম জ্যাকব বলেছেন, মার্কিন পপ আইকন সুইফট এমন এক ব্যক্তিত্ব যিনি তার নিজেই নিজের গল্পের লেখক ও নায়ক নিজেই।
সুইফটের ইরাস ট্যুর নিয়ে নির্মিত সিনেমা বিশ্বজুড়ে আয় করেছে ২৪৯ মার্কিন ডলার। যা কন্সার্ট সিনেমা হিসেবে ইতিহাসে সর্বোচ্চ। একইসাথে একমাত্র শিল্পী হিসেবে টেইলরের পাঁচটি অ্যালবাম মার্কিন টপ ১০ চার্টে জায়গা করে নিয়েছে।
বিজনেস বাংলাদেশ/একে


























