০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

নবীনগরে বালু মহালে দুর্বৃত্তদের হামলায় ২ জন গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে ২ জন বালু শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার(১৭/১২)সন্ধ্যায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ মৌজার সোনাবালুয়া বালু মহালে এই ঘটনা ঘটে।‘
গুলিবিদ্ধরা হলেন উপজেলার ধরাভাঙ্গা গ্রামের মকবুল হোসেন (৪৩) ও মুক্তারামপুরের সোহেল মিয়া (৩২)। গুলিবিদ্ধ অবস্থায় আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও টেট্র্বাবিদ্ধ হয়ে আহত হয়েছেন কড়ুইকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে তামিম (২৮)।স্থানীয় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ মৌজায় অবস্থিত মেঘনা নদী থেকে ৩২ একর নদী সীমানার মধ্যে ১০ টি ড্রেজার চালানোর মাধ্যমে সম্প্রতি প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে বালু উত্তোলনের ইজারা পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ শোভনের মালিকানাধীন মুন্সি এন্টার প্রাইজ। ইজারা পাওয়ার পর মেঘনা নদীর জাফরাবাদ ও নতুন চর বালু মহাল থেকে বালু উত্তোলন শুরু করে ইজারাদারের লোকজন। এলাকার লোকজন জানান, এ অবস্থায় গতকাল রবিবার সন্ধ্যার পরপর মেঘনা নদীর অপর প্রান্ত থেকে সশস্ত্র দুর্বৃত্তরা ৩/৪টি স্পীডবোটযোগে নদীর নবীনগর প্রান্তে এসে বালু মহালের ক্যাশ কাউন্টারে হামলা চালায়। এসময় শ্রমিকদের উপর অতর্কিতভাবে গুলি ছুঁড়তে থাকে সন্ত্রাসীরা।
এ বিষয়ে বালু মহালের ইজারাদার জেলা ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন শোভন বলেন, ইজারা পাওয়ার পর বালু উত্তোলনের কাজ চলমান থাকাবস্থায় সন্ত্রাসীরা আমাদের ক্যাশ কাউন্টার লুটপাটের উদ্যোশে সন্ত্রাসীরা এ হামলা চালায়। আমরা এ বিষয়ে আইনী ব্যবস্থা নেবো।’
নবীনগরের ইউএনও তানভীর ফরহাদ শামীম ‘ঘটনাটি রাতেই শুনেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।’
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন,’গুলাগুলির ঘটনার পর এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। বিষয়টি আইনী প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

নবীনগরে বালু মহালে দুর্বৃত্তদের হামলায় ২ জন গুলিবিদ্ধ

প্রকাশিত : ০৪:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে ২ জন বালু শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার(১৭/১২)সন্ধ্যায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ মৌজার সোনাবালুয়া বালু মহালে এই ঘটনা ঘটে।‘
গুলিবিদ্ধরা হলেন উপজেলার ধরাভাঙ্গা গ্রামের মকবুল হোসেন (৪৩) ও মুক্তারামপুরের সোহেল মিয়া (৩২)। গুলিবিদ্ধ অবস্থায় আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও টেট্র্বাবিদ্ধ হয়ে আহত হয়েছেন কড়ুইকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে তামিম (২৮)।স্থানীয় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ মৌজায় অবস্থিত মেঘনা নদী থেকে ৩২ একর নদী সীমানার মধ্যে ১০ টি ড্রেজার চালানোর মাধ্যমে সম্প্রতি প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে বালু উত্তোলনের ইজারা পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ শোভনের মালিকানাধীন মুন্সি এন্টার প্রাইজ। ইজারা পাওয়ার পর মেঘনা নদীর জাফরাবাদ ও নতুন চর বালু মহাল থেকে বালু উত্তোলন শুরু করে ইজারাদারের লোকজন। এলাকার লোকজন জানান, এ অবস্থায় গতকাল রবিবার সন্ধ্যার পরপর মেঘনা নদীর অপর প্রান্ত থেকে সশস্ত্র দুর্বৃত্তরা ৩/৪টি স্পীডবোটযোগে নদীর নবীনগর প্রান্তে এসে বালু মহালের ক্যাশ কাউন্টারে হামলা চালায়। এসময় শ্রমিকদের উপর অতর্কিতভাবে গুলি ছুঁড়তে থাকে সন্ত্রাসীরা।
এ বিষয়ে বালু মহালের ইজারাদার জেলা ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন শোভন বলেন, ইজারা পাওয়ার পর বালু উত্তোলনের কাজ চলমান থাকাবস্থায় সন্ত্রাসীরা আমাদের ক্যাশ কাউন্টার লুটপাটের উদ্যোশে সন্ত্রাসীরা এ হামলা চালায়। আমরা এ বিষয়ে আইনী ব্যবস্থা নেবো।’
নবীনগরের ইউএনও তানভীর ফরহাদ শামীম ‘ঘটনাটি রাতেই শুনেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।’
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন,’গুলাগুলির ঘটনার পর এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। বিষয়টি আইনী প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/bh