চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মুদি দোকান ভাঙচুরের ঘটনায় হাতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মোঃ আবদুল হাকিম (৩২) নামের এক যুবক।
রবিবার (৩১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক আমুর পাড়ায় আবদুল হাকিমের দোকানে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
অভিযোগ পত্রে ভুক্তভোগী মোঃ আবদুল হাকিম জানান, আমি আমার সেমিপাকা দোকানে ঘুমাচ্ছিলাম এমন সময় হাতির দল এসে আমার দোকানের গ্রিল ভেঙে ফেলে। এসময় আমি প্রাণে বেঁচে বের হতে পারলেও হাতির দল আমার দোকানের চাউল, গম, চিনি, আটা, ভুষিসহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি করে। এনজিও হতে ঋণ নিয়ে দোকানের মালামাল ক্রয় করেছি এখন নতুনভাবে কিভাবে দোকান তৈরি করে মালামাল তুলবো বুঝতেছি না।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ জানান, বিভিন্ন সময় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া ভুক্তভোগীরা এসে অভিযোগ দিয়ে যায়। আমরা বিষয়টি সরেজমিনে তদন্ত করি। আজও এমন একটা অভিযোগ পেয়েছি।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে দেয়াঙ পাহাড়ে বসবাসরত হাতির দল আশেপাশের এলকায় নেমে জানমালের ক্ষতি করে আসছে।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি