নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
নিহত গৃহবধূর নাম নাজমা বেগম (৩০)। পুলিশ ধারণা করছে, নিহতের স্বামী কয়েক দিন আগে নাজমাকে হত্যা করে ঘর তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়।
শুক্রবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ নিমাইকাশারী আ. রহিমের ভাড়াবাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদশক এসআই জয়নাল আবেদীন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য ডিউটি করাকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নারীর লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি কয়েক দিন আগে পচন ধরেছে। কীভাবে হত্যা করা হয়েছে পরিষ্কার করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক।




















