শূন্য রানে গেলো শেষ ৬ উইকেট! সেটাও ভারতের মতো ব্যাটিং শক্তিতে বলীয়ান দলের? ভাবা যায়!
কেপটাউনের পিচ যেন ব্যাটারদের বধ্যভূমি হয়ে গেছে। দুই সেশন যেতে না যেতেই দুই দলের ২০ উইকেট নেই। মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৩.২ ওভারে ৫৫ রানেই গুটিয়ে দিয়েছিল ভারত।
জবাবে সফরকারীরাও অলআউট হলো ১৫৩ রানে। খেলতে পারলো ৩৪.৫ ওভার। তবে প্রোটিয়াদের অল্প রানে গুটিয়ে দেওয়ায় প্রথম ইনিংসে ৯৮ রানের লিড পেয়ে গেছে ভারত।
৪ উইকেটেই ১৫৩ রান ছিল ভারতের। সেখান থেকে বাকি ৬ উইকেট হারিয়ে আর একটি রানও যোগ করতে পারেনি তারা।
সবমিলিয়ে ভারতের ৬ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন বিরাট কোহলি। রোহিত শর্মা ৩৯ আর শুভমান গিলের ব্যাট থেকে আসে ৩৬ রান।
দক্ষিণ আফ্রিকার তিন পেসার মিলেই ভারতকে শেষ করে দিয়েছেন। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি আর নান্দ্রে বার্গার নেন তিনটি করে উইকেট।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি