জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা কিট হ্যারিংটন এবং রোজ লেসলি জুটি বাস্তব জীবনে বিয়ে করে ফেলেছেন। শনিবার স্কটল্যান্ডের অ্যাবারডিনে বিয়ে করেন তারা, জানিয়েছে সিএনএন।
বিয়ের অনুষ্ঠান হয় রোজ লেসলির বাবার মালিকানাধীন ওয়ার্ডহিল ক্যাসলে।
গেম অব থ্রোনসে জনপ্রিয় জন স্নোর ভূমিকায় অভিনয় করেন কিট হ্যারিংটন। তার প্রেমিকা ইগ্রিটের ভূমিকায় অভিনয় করতেন রোজ লেসলি। তবে গেম অব থ্রোনসের চতুর্থ সিজনে তার চরিত্রটি মারা যায়। সামনের বছরেই গেম অব থ্রোনসের শেষ সিজনটি প্রকাশ হবে।
গেম অব থ্রোনসের একটি দৃশ্যে কিট হ্যারিংটন এবং রোজ লেসলি। ছবি: সংগৃহীত
এই বিয়েতে উপস্থিত ছিলেন গেম অব থ্রোনস সিরিজের অভিনয়শিল্পী এমিলিয়া ক্লার্ক (খালিসি), সোফি টার্নার (সানজা), মেইসি উইলিয়ামস (আরিয়া) এবং পিটার ডিংকলেজ।
কিট এবং রোজ উভয়েরই বয়স ৩১। ২০১২ সালে গেম অব থ্রোনসের সেটেই তাদের পরিচয়। তারা কয়েক বছর ধরেই প্রেম করছিলেন। ২০১৬ সালে তারা জুটি হিসেবে আত্মপ্রকাশ করেন। গত বছর সেপ্টেম্বরে তারা বাগদানের ঘোষণা দিয়েছিলেন টাইম ম্যাগাজিনে।

























