যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়লেন নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। আসন্ন ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘কাজলরেখা’। এতে নামভূমিকায় দেখা যাবে তাকে। এরমধ্যেই শুরু করেছেন নতুন সিনেমার শুটিং। বছর শুরু করলেন ‘নীলচক্র’ দিয়ে।
গত ১৫ জানুয়ারি পুরান ঢাকায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এখানে মন্দিরাকে দেখা যাবে রাইমা চরিত্রে। এ নিয়ে এই নবাগতা বলেন, ‘একটি মনের মতো সিনেমার কাজ শুরু করতে পারলাম। শুটিং শুরুর আগে রিহার্সেল করেছি। নিজেকে তৈরি করতে হয়েছে। এ ছবির গল্পটা এক কথায় দুর্দান্ত। আমার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’
‘কাজলরেখা’ নিয়ে তার ভাষ্য, এটি আমার জীবনের প্রথম সিনেমা। এর আগে অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি, মন সায় দেয়নি বলে করিনি। এটা করব বলেই হয়তো দীর্ঘ একটা সময়ের অপেক্ষা ছিল। ছবিটির মুক্তি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস দর্শকের ভীষণ পছন্দের সিনেমায় পরিণত হবে কাজলরেখা।
অঙ্গন পোদ্দারের গল্প ভাবনায় ‘নীলচক্র’ পরিচালনা করছেন মিঠু খান। গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন অঞ্জন সরকার জিমি, নাজিম উদ দৌলা ও মিঠু খান।
বিজনেস বাংলাদেশ/একে


























