০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

ছোট পর্দায় মিশার সঙ্গী সাবিলা নুর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • 76

ছোট পর্দায় মিশা সওদাগরের সঙ্গী হলেন সাবিলা নুর। ‘সাহারা মরুভুমি’ শিরোনামের একটি টেলিফিল্মে দেখা যাবে তাদের। রচনা ও পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল।
গল্পে দেখা যাবে, পারুল একজন প্রবাসী শ্রমিক। সৌদি প্রবাসী পারুল সেখানে একটি হসপিটালে নার্সের কাজ করেন। দেশে রেখে যাওয়া অসুস্থ মায়ের অপারেশন করাতে টাকা পয়সা নিয়ে একদিন সকালে ঢাকায় পৌঁছান।
এয়ারপোর্ট থেকে বের হয়ে পার্র্কিং এরিয়ায় ঢুকতেই..একজন মধ্যবয়স্ক লোককে কাঁদতে দেখেন।
জিজ্ঞাসে উনি বলেন, একমাত্র বইনকে এট্টু আগে দুবাইতে পাঠাইয়া দিলাম। পরানডা ছিঁড়া যাইতাছে বইন।
ভদ্রলোকের পরিচয় দেয়া নিজেকে তাজুল মিয়া বলে। থাকেও পারুলের বাড়ির দিকেই। কাছাকাছি এলাকার অপরিচিত তাজুলকে পেয়ে পারুল মনে জোর পেলেন। একসাথে বাসে উঠে গাবতলীর উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে ভাই-বোন অনেক সুখ-দুঃখের গল্পও করলেন।
ফার্মগেটে বাস পরিবর্তন। পারুলের ক্ষুধা পেয়েছে। ভাই তাজুল চট করে পাউরুটি আর পানি কিনে নিয়ে আসলেন। রুবিনা টাকা দিতে চাইলে তাজুল দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘তুমি সত্যই আমার বোন হলে আজ এমন করে টাকা দিতে চাইতে না। আসলে পর কখনো আপন হয় না। এমনি একটি গল্প দর্শ ক দেখতে পাবেন চ্যানেল আইতে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৩.০৫ মিনিটে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ছোট পর্দায় মিশার সঙ্গী সাবিলা নুর

প্রকাশিত : ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

ছোট পর্দায় মিশা সওদাগরের সঙ্গী হলেন সাবিলা নুর। ‘সাহারা মরুভুমি’ শিরোনামের একটি টেলিফিল্মে দেখা যাবে তাদের। রচনা ও পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল।
গল্পে দেখা যাবে, পারুল একজন প্রবাসী শ্রমিক। সৌদি প্রবাসী পারুল সেখানে একটি হসপিটালে নার্সের কাজ করেন। দেশে রেখে যাওয়া অসুস্থ মায়ের অপারেশন করাতে টাকা পয়সা নিয়ে একদিন সকালে ঢাকায় পৌঁছান।
এয়ারপোর্ট থেকে বের হয়ে পার্র্কিং এরিয়ায় ঢুকতেই..একজন মধ্যবয়স্ক লোককে কাঁদতে দেখেন।
জিজ্ঞাসে উনি বলেন, একমাত্র বইনকে এট্টু আগে দুবাইতে পাঠাইয়া দিলাম। পরানডা ছিঁড়া যাইতাছে বইন।
ভদ্রলোকের পরিচয় দেয়া নিজেকে তাজুল মিয়া বলে। থাকেও পারুলের বাড়ির দিকেই। কাছাকাছি এলাকার অপরিচিত তাজুলকে পেয়ে পারুল মনে জোর পেলেন। একসাথে বাসে উঠে গাবতলীর উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে ভাই-বোন অনেক সুখ-দুঃখের গল্পও করলেন।
ফার্মগেটে বাস পরিবর্তন। পারুলের ক্ষুধা পেয়েছে। ভাই তাজুল চট করে পাউরুটি আর পানি কিনে নিয়ে আসলেন। রুবিনা টাকা দিতে চাইলে তাজুল দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘তুমি সত্যই আমার বোন হলে আজ এমন করে টাকা দিতে চাইতে না। আসলে পর কখনো আপন হয় না। এমনি একটি গল্প দর্শ ক দেখতে পাবেন চ্যানেল আইতে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৩.০৫ মিনিটে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ