০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

স্ফটিক স্বচ্ছ জল হও

  • Z R Zia  
  • প্রকাশিত : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • 135

পাখির মত
হরিণীর চোখের মত
সদ্য ফোটা কাশফুলের মত
দলবদ্ধ হাঁসের মত
নববধূর নাকফুলের মত
আকাশেরও ভাষা আছে
সে ভাষা আমি শুনতে পারি
পড়তে পারি
বুঝতে পারি।

সবুজ পাহাড়ের কথা
শিস দেয়া দোয়েলের কথা
মেঘমালার কথা
নদীর কথা আমি শুনতে পারি
পড়তে পারি
বুঝতে পারি।

ওদেরও অভিমান আছে
কষ্ট আছে
কান্না আছে
হাসি আছে
গান আছে
হৃদয়ভাঙ্গার গল্প আছে।

অথচ হায়ারোগ্লিফিক্সের মত
ঘন হয়ে চেপে বসা কুয়াশার মত
আদিবাসী ভাষার মত
তোমাকে আমি কখনো বুঝতে পারিনি।

তোমাকে কখনো মেঘ মনে হয়েছে
কখনো ঝুম বৃষ্টি
কখনো তোমাকে নদী ভেবেছি
কখনো সুরতোলা ঘুঘু
কখনো তুমি বিকেলের মত
কখনো তারাহীন নিঃসীম রাত্রি।

প্রিয়তমা
স্ফটিক স্বচ্ছ জল হও
ডাউকি নদী হও
অবলীলায় যে নদীর তলদেশ দেখা যায়।

সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্র নিয়ে ইসির নির্দেশনা

স্ফটিক স্বচ্ছ জল হও

প্রকাশিত : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

পাখির মত
হরিণীর চোখের মত
সদ্য ফোটা কাশফুলের মত
দলবদ্ধ হাঁসের মত
নববধূর নাকফুলের মত
আকাশেরও ভাষা আছে
সে ভাষা আমি শুনতে পারি
পড়তে পারি
বুঝতে পারি।

সবুজ পাহাড়ের কথা
শিস দেয়া দোয়েলের কথা
মেঘমালার কথা
নদীর কথা আমি শুনতে পারি
পড়তে পারি
বুঝতে পারি।

ওদেরও অভিমান আছে
কষ্ট আছে
কান্না আছে
হাসি আছে
গান আছে
হৃদয়ভাঙ্গার গল্প আছে।

অথচ হায়ারোগ্লিফিক্সের মত
ঘন হয়ে চেপে বসা কুয়াশার মত
আদিবাসী ভাষার মত
তোমাকে আমি কখনো বুঝতে পারিনি।

তোমাকে কখনো মেঘ মনে হয়েছে
কখনো ঝুম বৃষ্টি
কখনো তোমাকে নদী ভেবেছি
কখনো সুরতোলা ঘুঘু
কখনো তুমি বিকেলের মত
কখনো তারাহীন নিঃসীম রাত্রি।

প্রিয়তমা
স্ফটিক স্বচ্ছ জল হও
ডাউকি নদী হও
অবলীলায় যে নদীর তলদেশ দেখা যায়।

বিজনেস বাংলাদেশ/DS