১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

বগুড়ায় জেএমবির ২ সদস্য গ্রেফতার

বগুড়ায় জেএমবির সামরিক শাখার ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।

শনিবার দিবাগত রাতে আদমদিঘী থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, পৌওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোপন বৈঠকের সময়, রুবেল ও আব্দুল বারী নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা জেএমবির সামরিক শাখার সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ। পরে, দুপুরে ডিবি পুলিশের এসআই ফিরোজ হোসেন বাদী হয়ে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আদমদিঘী থানায় মামলা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

বগুড়ায় জেএমবির ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮

বগুড়ায় জেএমবির সামরিক শাখার ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।

শনিবার দিবাগত রাতে আদমদিঘী থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, পৌওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোপন বৈঠকের সময়, রুবেল ও আব্দুল বারী নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা জেএমবির সামরিক শাখার সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ। পরে, দুপুরে ডিবি পুলিশের এসআই ফিরোজ হোসেন বাদী হয়ে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আদমদিঘী থানায় মামলা করেন।