ঠাকুরগাঁওয়ে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি চৌকস দল ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পৌরসভার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে রবিবার রাতে তাদের কৌশলে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতাররা হলো- মিম ( ২৭) ও প্রণব (২৯)। মিম ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মহসিন আলীর ছেলে ও প্রণব পৌরসভাধীন শান্তিনগর এলাকার মৃত নিমাই চাঁদের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন তথ্যের ডিবি পুলিশ অবগত হয় শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা ব্যবসায়ীর একটি চক্র মাদক কেনাবেচা করবে। সেই মর্মে ডিবি কার্যালয়ের পুলিশ পরিদর্শক জুলফিকার আলী ভূট্টোর নেতৃত্বে একটি টিম সোনালী শৈশব নামক স্কুলের সামনের পাকা রাস্তায় ওৎ পেতে থাকে।
পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মিম ও প্রণবের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে দেহ তল্লাশি করে ১০০ পিস করে মোট ২০০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। পরে তাদের গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয়।
ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




















