জয়পুরহাটের সদর উপজেলার ছোঁট হেলকুন্ডা গ্রামে পুকুরে ডুবে রাফিউল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার ছোঁট হেলকুন্ডা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে অন্য শিশুদের সাথে খেলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায় রাফিউল। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পুকুরে ভাসতে দেখে স্বজনরা।
জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন জানান, তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।




















