০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

অনুভূতি

  • Z R Zia
  • প্রকাশিত : ০৪:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • 212

পড়ন্ত বিকেলের আগে আগে
তোমার সাথে এই যে দেখা হওয়া
তা জন্ম দেয় এক অপূর্ণতা
যেন শূণ্যতা তৈরি হয়
হাহাকার চেপে ধরে অস্তিত্ব জুড়ে
পুরো আমাকে।

আরও আগে
কেন দেখা হলো না
তোমার মতো
এ প্রশ্ন আমারও!

দেখা হলে কী হতো
আমাদের কি প্রেম হতো?

প্রেম হলেই বা কী হতো!

দূর হতে সবকিছু সুন্দর
কাছে গেলে চাঁদও ধূসর।

প্রেম ভেঙে যায়
দিন শেষে বিরহের জয় হয়
প্রেমের চেয়ে প্রেমবোধ সুন্দর।

অনুভূতি থেকে যাক
প্রেমবোধ জয় হোক
তবুও প্রেম না হোক।

বিজনেস বাংলাদশে/DS

জনপ্রিয়

দাউদকান্দিতে মেধাবী অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অনুভূতি

প্রকাশিত : ০৪:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

পড়ন্ত বিকেলের আগে আগে
তোমার সাথে এই যে দেখা হওয়া
তা জন্ম দেয় এক অপূর্ণতা
যেন শূণ্যতা তৈরি হয়
হাহাকার চেপে ধরে অস্তিত্ব জুড়ে
পুরো আমাকে।

আরও আগে
কেন দেখা হলো না
তোমার মতো
এ প্রশ্ন আমারও!

দেখা হলে কী হতো
আমাদের কি প্রেম হতো?

প্রেম হলেই বা কী হতো!

দূর হতে সবকিছু সুন্দর
কাছে গেলে চাঁদও ধূসর।

প্রেম ভেঙে যায়
দিন শেষে বিরহের জয় হয়
প্রেমের চেয়ে প্রেমবোধ সুন্দর।

অনুভূতি থেকে যাক
প্রেমবোধ জয় হোক
তবুও প্রেম না হোক।

বিজনেস বাংলাদশে/DS