১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

বান্দরবানে পাহাড় ধসে নারীর মৃত্যু

দুইদিনের টানা বৃষ্টিতে বান্দরবান শহরের কালাঘাটা এলাকার বড়ুয়াপাড়ায় পাহাড় ধসে প্রতিমা রানী দাশ (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে অতি বর্ষণের ফলে বাড়ির ওপর পাহাড় ধসে পড়লে এ ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে প্রতিমার মরদেহ উদ্ধার করে। প্রতিমা কালাঘাটার তিন নম্বর ওয়ার্ডের মিলন দাসের স্ত্রী।

পাহাড় ধসের পর জেলা প্রশাসক আসলাম হোসেন, পৌর মেয়র ইসলাম বেবীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দমকল বাহিনীর বান্দরবানের উপ-পরিচালক ইকবাল সোবাহান জানান, মাটি খুঁড়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাংগু নদীর পানি বাড়ার কারণে বান্দরবানের পলুপাড়ায় একটি ব্রেইলি ব্রিজ প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন গেছে। এছাড়া টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় রাঙামাটির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

রাউজান থানার ওসি আব্দুল করিম জানান, টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে রাউজানের বিভিন্ন স্থানে পানিতে রাস্তা তলিয়ে গেছে। এজন্য সকাল থেকে রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট এই বৃষ্টিপাত আরো একদিন অব্যাহত থাকতে পারে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ২৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে পাহাড় ধসে নারীর মৃত্যু

প্রকাশিত : ০৩:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮

দুইদিনের টানা বৃষ্টিতে বান্দরবান শহরের কালাঘাটা এলাকার বড়ুয়াপাড়ায় পাহাড় ধসে প্রতিমা রানী দাশ (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে অতি বর্ষণের ফলে বাড়ির ওপর পাহাড় ধসে পড়লে এ ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে প্রতিমার মরদেহ উদ্ধার করে। প্রতিমা কালাঘাটার তিন নম্বর ওয়ার্ডের মিলন দাসের স্ত্রী।

পাহাড় ধসের পর জেলা প্রশাসক আসলাম হোসেন, পৌর মেয়র ইসলাম বেবীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দমকল বাহিনীর বান্দরবানের উপ-পরিচালক ইকবাল সোবাহান জানান, মাটি খুঁড়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাংগু নদীর পানি বাড়ার কারণে বান্দরবানের পলুপাড়ায় একটি ব্রেইলি ব্রিজ প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন গেছে। এছাড়া টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় রাঙামাটির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

রাউজান থানার ওসি আব্দুল করিম জানান, টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে রাউজানের বিভিন্ন স্থানে পানিতে রাস্তা তলিয়ে গেছে। এজন্য সকাল থেকে রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট এই বৃষ্টিপাত আরো একদিন অব্যাহত থাকতে পারে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ২৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।