দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও মোনালিসা। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সজল। অন্যদিকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন মোনালিসা। সম্প্রতি দেশে ফিরেছেন এই অভিনেত্রী। ফিরে ছোট পর্দার কাজ নিয়ে তিনিও ব্যস্ত হয়ে পড়েছেন।
ঈদুল আজহা উপলক্ষে জুটি বেঁধে অভিনয় করলেন সজল-মোনালিসা। প্রায় দুই বছর পর ‘লুকিয়ে ভালোবাসব তারে’ নাটকে জুটি বাঁধলেন তারা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল হাসান।
এ প্রসঙ্গে সজল বলেন, ‘এর আগেরবার যখন মোনালিসা দেশে এসেছিল তখন একসঙ্গে কাজ করেছিলাম। প্রায় দুই বছর পর আবারো একসঙ্গে কাজ করলাম। শুটিংয়ের সময়টুকু আমরা খুব উপভোগ করেছি। একবারের জন্যও মনে হয়নি আমরা শুটিং করছি। কারণ শুটিংয়ের ফাঁকে ফাঁকে আমরা শয়তানি করেছি।’

ব্যক্তিগত জীবনে মোনালিসা ও সজল বেশ ভালো বন্ধু। এ প্রসঙ্গে সজল বলেন, ‘মোনালিসার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। আমাদের সম্পর্ক প্রায় ১৫ বছরের। আমরা খুবই ভালো বন্ধু। জীবনের ভালো-মন্দ দুটি সময়েই আমরা পরস্পরের পাশে থেকেছি। ভবিষ্যতেও এভাবে থাকতে চাই।’
নাটকটির গল্প প্রসঙ্গে সজল বলেন, ‘গল্পে মোনালিসা শিক্ষক আর আমি তার স্টুডেন্ট। হয় না, বিশ্ববিদ্যালয়ে দুই এক বছরের সিনিয়র টিচার হয়ে যায় এমন আরকি। আমি মোনালিসাকে পছন্দ করি। কিন্তু ভালোলাগার কথাটা তাকে বলতে পারি না। অনেক দিন পর যখন মোনালিসার সঙ্গে আমার দেখা হয় ততদিনে সে বিয়ে করে ফেলেছে। এমন গল্প নিয়ে নাটকটির কাহিনি এগিয়েছে।’
সম্প্রতি নগরীর উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।


























