সিরাজগঞ্জের সলঙ্গায় অভিজাত হাইওয়ে রেস্টুরেন্ট ফুড ভিলেজ প্লাস নামক রেস্টুরেন্টের বাথরুমের পাইপের ভেতর থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১১টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অবস্থিত এই হোটেল থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পিস্তলটি উদ্ধার করা হয়েছে। তবে সেটি আসল পিস্তল কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
ফুড ভিলেজ প্লাসের উপ-মহাব্যবস্থাপক সাগর হোসেন জানান, কয়েকদিন ধরে হোটেলের বাথরুমের পাইপ জ্যাম হয়ে যাওয়ায় আজ সকালে সুইপার ডেকে সেটা পরিষ্কার করা হচ্ছিল। এ সময় বাথরুমের পাইপের ভেতর থেকে ওই পিস্তলটি পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।




















