০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

‘উঠতি বয়সী ছেলেমেয়েরা রাত ৮টার পরে বাইরে থাকতে পারবে না’

উঠতি বয়সী ছেলেমেয়েরা রাত ৮টার পরে বাইরে থাকতে পারবে না বলে জানিয়েছেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি। আমি থানার ওসিদের নির্দেশ দেবো, আপনারা তাদের আটক করে থানায় নিয়ে আসুন। অভিভাবকরা থানায় এসে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যাবে।

বুধবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অনেক ছেলেমেয়েই বাল্যবিয়ের কুফল বুঝতে পারছে না। তারা অতি উৎসাহে বাল্যবিয়ের দিকে ধাবিত হচ্ছে। এক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে। কিন্তু বিয়েই শেষ কথা নয়। বিয়ের কয়েক মাস পরেই বিভিন্ন ঝামেলা তৈরি হচ্ছে। পরিবারের মধ্যে নানা অশান্তি তৈরি হচ্ছে। এসব বিষয়ে থানা-আদালত পর্যন্ত গড়াচ্ছে। তাই নিজেকে যোগ্য করে গড়ে তুলে ও জীবনের লক্ষ্য স্থির করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল।

অন্যদের মধ্যে উপাধ্যক্ষ খন্দকার ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক সানজিদা আক্তার, সহকারী অধ্যাপক সদরুল আলম, সহকারী অধ্যাপক রুকসানা আক্তার, রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল তায়াবীর।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

‘উঠতি বয়সী ছেলেমেয়েরা রাত ৮টার পরে বাইরে থাকতে পারবে না’

প্রকাশিত : ১২:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮

উঠতি বয়সী ছেলেমেয়েরা রাত ৮টার পরে বাইরে থাকতে পারবে না বলে জানিয়েছেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি। আমি থানার ওসিদের নির্দেশ দেবো, আপনারা তাদের আটক করে থানায় নিয়ে আসুন। অভিভাবকরা থানায় এসে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যাবে।

বুধবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অনেক ছেলেমেয়েই বাল্যবিয়ের কুফল বুঝতে পারছে না। তারা অতি উৎসাহে বাল্যবিয়ের দিকে ধাবিত হচ্ছে। এক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে। কিন্তু বিয়েই শেষ কথা নয়। বিয়ের কয়েক মাস পরেই বিভিন্ন ঝামেলা তৈরি হচ্ছে। পরিবারের মধ্যে নানা অশান্তি তৈরি হচ্ছে। এসব বিষয়ে থানা-আদালত পর্যন্ত গড়াচ্ছে। তাই নিজেকে যোগ্য করে গড়ে তুলে ও জীবনের লক্ষ্য স্থির করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল।

অন্যদের মধ্যে উপাধ্যক্ষ খন্দকার ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক সানজিদা আক্তার, সহকারী অধ্যাপক সদরুল আলম, সহকারী অধ্যাপক রুকসানা আক্তার, রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল তায়াবীর।