০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

ঈদে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রী নিহত

ঈদের ছুটিতে মোটরসাকেলে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাটের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাইদুর রহমান (২৮) তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাকরি করতেন। ঈদের ছুটিতে স্ত্রী সোনিয়া আক্তারকে নিয়ে তিনি মোটরসাইকেলে করে নিজ বাড়ি কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলেন। পথে লক্ষ্মীকুড়া বাজার এলাকায় পৌঁছাতেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাকেলের ধাক্কা লাগে। এতে এতে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। আর স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

ঈদে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত : ০৩:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

ঈদের ছুটিতে মোটরসাকেলে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাটের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাইদুর রহমান (২৮) তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাকরি করতেন। ঈদের ছুটিতে স্ত্রী সোনিয়া আক্তারকে নিয়ে তিনি মোটরসাইকেলে করে নিজ বাড়ি কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলেন। পথে লক্ষ্মীকুড়া বাজার এলাকায় পৌঁছাতেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাকেলের ধাক্কা লাগে। এতে এতে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। আর স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/একে