টিভিতে ডিশের ক্যাবল সংযোগ করতে গিয়ে কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান (রমজান গাজী) (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রমজান গাজী ওই গ্রামের তারাচান গাজীর ছেলে। রমজান পেশায় ট্রলি চালক ছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন।
জানা গেছে, বৈরি আবহাওয়ার কারণে টিভিতে ডিশের চ্যানেল ঠিকমতো না দেখা যাওয়ায় রমজান গাজী হাত দিয়ে ডিশের তার জোড়া লাগাচ্ছিলো। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডিশের তারে সাধারণত বিদ্যুৎ সংযোগ না থাকায় সে হাত দিয়েই তার জোড়া লাগাচ্ছিলো বলে পারিবারিক সূত্র জানায়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলারোয়া আলিয়া মাদরাসার মাঠে রমজান গাজীর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।




















