শেষ সপ্তাহে আষাঢ়। বৃষ্টিস্নাত দিবা-রাত্রির সঙ্গী হয়েছে ফুটন্ত কদম। দেশ-বিদেশে সেই কদমের রঙের মতো হলুদের ছোঁয়া লেগেছে তারকাদের মনে। এর বহিঃপ্রকাশ পোশাকে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা, বলিউড অভিনেত্রী সোনম কাপুর থেকে শুরু করে ব্রিটিশ রাজ পরিবারের পুত্রবধূ মেগান মার্কেল পরেছেন হলুদ রঙের নজরকাড়া জামা।
৩ জুন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে হলুদ টি-শার্টের সঙ্গে ধূসর রঙের প্যান্ট পরা একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী সোহানা সাবা। ভুটানে তোলা সে ছবিতে পোশাকের সঙ্গে তিনি পরেন সানগ্লাস। আর মুখে ছিল হালকা মেকআপ।
দুই দিন পরই আরেকটি হলুদ ফ্রক পরা শুটিংয়ের ছবি পোস্ট করেন সাবা। এক রঙের ফ্রক, সাদামাটা বেগুনি স্যান্ডেল আর চোখের সাজ-সব মিলিয়ে তাকে বেশ অাকর্ষণীয় দেখাচ্ছে বলে মন্তব্য করেন অনেকেই।
৫ জুলাই পোস্ট করা সোহানার হলুদ ফ্রক পরা ছবিটি তুলি দিয়েছেন অভিনেতা নিরব হোসেন। এ বিষয়ে সাবা প্রিয়.কমকে বলেন, ‘ফ্রকটি আসলে কোথাও থেকে কেনা হয়নি। কাপড় কিনে একজন ডিজাইনারের মাধ্যমে দর্জি দিয়ে সেলাই করা হয়েছে।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ইন্দোনেশিয়ার একটি দ্বীপে গিয়ে ৪ জুলাই বলিউড অভিনেত্রী সোনম কাপুর হলুদ গাউন পরার কয়েকটি ছবি পোস্ট করে নজর কাড়েন ইনস্টাগ্রামে। জামদানি কাপড়ের তৈরি ভারতীয় স্টাইলের হলুদ গাউনের সঙ্গে সোনাম কানে পরেন ঝুমকা, সঙ্গে ছিল এক জোড়া নাগড়া।
হারপার্স বাজারের প্রতিবেদনে জানানো হয়, ৫ জুন লন্ডনে অনুষ্ঠিত ইউর কমনওয়েলথ ইয়ুথ চ্যালেঞ্জ রিসেপশনে একটি উজ্জ্বল হলুদ রঙের পোশাক পরে অংশ নেন মেগান মার্কেল। তার পরনের পোশাকটির নকশা করেছেন মার্কিন ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ডন ম্যাক্সওয়েল।
এ পোশাকটির মূল্য প্রায় ১ হাজার ৪৯৫ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এটি প্রায় ১ লাখ ১২ হাজার।


























