১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

রানী সরকার আর নেই

দেশীয় চলচ্চিত্রের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কিংবদন্তী অভিনেত্রী রানী সরকার আর নেই। শনিবার ভোর প্রায় ৪টায় রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন-ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজেউন।

এ জে কারারের নির্দেশনায় প্রথমবা চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটির নাম ছিল ‘দূর হ্যায় সুখ কা গাঁও’। এরপর রানী সরকার অভিনয় করেন চান্দা ছবিতে। সে সময় ছবিতে তিনি চিত্রনায়িকা শবনমের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি নির্মাণ করেছিলেন এহতেশাম। এই ছবিতে জুটি হয়ে অভিনয় করেছিলেন রহমান শবনম।

এরপর রানী সরকার ‘তালাশ’, ‘বন্ধন’, ‘সঙ্গম’, ‘ইস ধারতি পার’, ‘পেয়সে’, ‘কেয়সে কাহু’, ‘আযান’, ‘কাঁচের দেয়াল’, ‘কাঁচ কাটা হীরে’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘ছদ্মবেশী’, ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘চন্দ্রনাথ’, ‘শুভদা’, ‘দেবদাস’সহ আরো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। সবমিলিয়ে তার অভিনীত ছবির সংখ্যা হবে প্রায় ২৬০ টি।

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

রানী সরকার আর নেই

প্রকাশিত : ১১:০০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮

দেশীয় চলচ্চিত্রের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কিংবদন্তী অভিনেত্রী রানী সরকার আর নেই। শনিবার ভোর প্রায় ৪টায় রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন-ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজেউন।

এ জে কারারের নির্দেশনায় প্রথমবা চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটির নাম ছিল ‘দূর হ্যায় সুখ কা গাঁও’। এরপর রানী সরকার অভিনয় করেন চান্দা ছবিতে। সে সময় ছবিতে তিনি চিত্রনায়িকা শবনমের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি নির্মাণ করেছিলেন এহতেশাম। এই ছবিতে জুটি হয়ে অভিনয় করেছিলেন রহমান শবনম।

এরপর রানী সরকার ‘তালাশ’, ‘বন্ধন’, ‘সঙ্গম’, ‘ইস ধারতি পার’, ‘পেয়সে’, ‘কেয়সে কাহু’, ‘আযান’, ‘কাঁচের দেয়াল’, ‘কাঁচ কাটা হীরে’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘ছদ্মবেশী’, ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘চন্দ্রনাথ’, ‘শুভদা’, ‘দেবদাস’সহ আরো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। সবমিলিয়ে তার অভিনীত ছবির সংখ্যা হবে প্রায় ২৬০ টি।