চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ওই মৃতদেহগুলোর সন্ধান পায় উদ্ধারকারী বাহিনী।
নিহতরা হলেন- চট্টগ্রামের মিরসরাইয়ের সাইফুল ইসলাম (২৪), চাঁদপুরের কচুয়া উপজেলার আলাউদ্দিন (২০) ও শাহরাস্তি উপজেলার ইয়াসিন (১৮)।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া জানান, শুক্রবার রাত ৮টা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। পরে শনিবার সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর মোমিন রোড থেকে সৈকতে বেড়াতে গিয়ে শুক্রবার দুপুরে ২০-২৫ জনের একটি দল গোসল করতে নামলে তিনজন সাগরে নিখোঁজ হন।




















