সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে ৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় সাতজন, তালায় তিনজন, কালিগঞ্জে আটজন, শ্যামনগরে ১১ জন, আশাশুনিতে ৬ জন, দেবহাটায় দুইজন এবং পাটকেলঘাটা থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।




















