চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক অর্থাৎ মেরিন ড্রাইভ নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন।
১২ মে (রোববার) পরিদর্শনকালে তিনি চাক্তাই খালের উপর নির্মাণাধীন স্লুইচ গেইটের কাজ গুণগত মাণ ঠিক রেখে দ্রুত সমাপ্তির নির্দেশনা দেন। এছাড়াও নির্মাণাধীন বাঁধের স্লোপ অংশে বৃক্ষ রোপনের উপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে চউকের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম. হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক রাজিব দাশ, ডিসিটিপি আবু ঈসা আনসারী, নির্বাহী প্রকৌশলী-২ মোহাম্মদ শামিম, এবং প্রকল্প পরিচালক, এফ, এম, মমতাজ উদ্দিন এবং ডিপিএম কন্সালট্যান্ট কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।