০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কোপা আমেরিকা শেষ এদেরসনের, যাকে দলে নিলো ব্রাজিল

আগামী ২০ জুন থেকে শুরু হতে যাচ্ছে লাতিন ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। তবে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন মোয়ারেস।

প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন এডারসন। গোল সেভ করতে গিয়ে টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরার সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে চোখের কোটরে আঘাত পান এই ব্রাজিলিয়ান।

গতকাল রোববার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি এডারসন। মিস করবেন আগামী সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের ফাইনাল ম্যাচটিও।

তাই এদেরসনের পরিবর্তে গোলরক্ষক হিসেবে রাফায়েলকে স্কোয়াডে যুক্ত করেছেন ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র। এখনও ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে দেননি সাওপাওলোর এই গোলরক্ষক। অথচ কোপা আমেরিকার মতো আসরে তাকেই এডারসনের বদলি হিসেবে তাকেই বেছে নিয়েছেন কোচ ডরিভাল।

রাফায়েলকে দলে নিলেও গোলবার সামলানোর দায়িত্ব থাকবে অভিজ্ঞ এলিসন বেকারের কাঁধেই। তার উপর ভর করেই দশমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিততে চাইবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এবারের কোপা আমেরিকায় ব্রাজিল খেলবে ডি-গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী হলো- কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

কোপা আমেরিকা শেষ এদেরসনের, যাকে দলে নিলো ব্রাজিল

প্রকাশিত : ০৩:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

আগামী ২০ জুন থেকে শুরু হতে যাচ্ছে লাতিন ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। তবে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন মোয়ারেস।

প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন এডারসন। গোল সেভ করতে গিয়ে টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরার সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে চোখের কোটরে আঘাত পান এই ব্রাজিলিয়ান।

গতকাল রোববার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি এডারসন। মিস করবেন আগামী সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের ফাইনাল ম্যাচটিও।

তাই এদেরসনের পরিবর্তে গোলরক্ষক হিসেবে রাফায়েলকে স্কোয়াডে যুক্ত করেছেন ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র। এখনও ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে দেননি সাওপাওলোর এই গোলরক্ষক। অথচ কোপা আমেরিকার মতো আসরে তাকেই এডারসনের বদলি হিসেবে তাকেই বেছে নিয়েছেন কোচ ডরিভাল।

রাফায়েলকে দলে নিলেও গোলবার সামলানোর দায়িত্ব থাকবে অভিজ্ঞ এলিসন বেকারের কাঁধেই। তার উপর ভর করেই দশমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিততে চাইবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এবারের কোপা আমেরিকায় ব্রাজিল খেলবে ডি-গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী হলো- কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা।

বিজনেস বাংলাদেশ/একে