১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ক্যাটরিনাকে ‘বেবি’ বলে ডাকলেন সালমান!

বলিউড অভিনেতা সালমান খান আর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমের গুঞ্জন থেকে প্রেম রসায়ন এবং তাদের বর্তমান মনোভাব এখনও পুরনো প্রেমের জানান দেয়।

অনেক আগে সম্পর্ক ভেঙেছে। একসময় দু’জনে দু’জনকে বেশ পছন্দ করতেন। কিন্তু মাঝে ঢুকে যায় তৃতীয় ব্যক্তি রণবীর কাপুর। তারপর থেকে সালমান ক্যাটরিনার মাঝে দূরত্ব বাড়তে থাকে। কিন্তু রণবীরের সঙ্গে ব্রেকআপের পর থেকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে সল্লু মিঞা আর ক্যাটকে।

তবে নিজেদের মধ্যে বন্ধুত্বটা এখনও আগের মতো আছে। বলতে পারেন, তারা একে অন্যকে এখনও মন থেকে মুছতে পারেননি। আর সে কারণে এখনও একজন অন্যজনের জন্মদিনের তারিখ পর্যন্ত মুখস্ত করে রেখেছেন। ‘রেস থ্রি’-র সাফল্যের পর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘দ্য দাবাং ট্যুর রিলোডে’ একসঙ্গে মঞ্চ মাতাচ্ছেন সালমান-ক্যাটরিনা। ওই শোয়ের সাংবাদিক বৈঠকে ক্যাটরিনাকে ‘মাই বেবি’ বলে সম্বোধন করলেন বলিউড সুপারস্টার।

এসময় মজার ছলে এক সাংবাদিক ক্যাটরিনাকে জানান, তাঁর বেবির (সন্তান) জন্মদিন ১৫ জুলাই। সেই কথার রেশ ধরেই সালমান বলেন, ”আমার বেবির ১৬ জুলাই।” সালমানের মুখে এমন কথা শুনে লাজুক হাসি ক্যাটের ঠোঁটে। না বলে অনেক কিছু যেন বলে দেয় সেই হাসি।

বলিউডে গুঞ্জন, রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা আবার সালমানের কাছাকাছি এসেছেন। তবে আর প্রেম নয়, শুধুই বন্ধুত্ব।

তাহলে কি পুরোনো প্রেম ফের উথলে উঠল? উভয়ের কাজকর্ম কিন্তু সেদিকেই নির্দেশ করছে। দাবাং ট্যুরে ক্যাটরিনার উপস্থিতি ও সালমানের সান্নিধ্য আগুন আরও উসকে দিয়েছে। আর এখন তো গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে তার কারণও রয়েছে। ভালবাসা উঠলে না উঠলে কি আর প্রাক্তনকে ‘বেবি’ বলে সম্বোধন করে?

হ্যাঁ। ঠিকই শুনছেন। ক্যাটরিনা কাইফকে সালমান খান ‘বেবি’ বলে সম্বোধন করেছেন। আর এমন সম্বোধনে রেগে যাওয়া তো দূরের কথা, ক্যাট রীতিমতো উচ্ছ্বসিত। তিনি তো তাঁর প্রাক্তনীর ডাকে সাড়াও দিয়েছেন। সেই ভিডিও এখন সোশাল সাইটে ঘুরে বেড়াচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ

ক্যাটরিনাকে ‘বেবি’ বলে ডাকলেন সালমান!

প্রকাশিত : ০৪:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮

বলিউড অভিনেতা সালমান খান আর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমের গুঞ্জন থেকে প্রেম রসায়ন এবং তাদের বর্তমান মনোভাব এখনও পুরনো প্রেমের জানান দেয়।

অনেক আগে সম্পর্ক ভেঙেছে। একসময় দু’জনে দু’জনকে বেশ পছন্দ করতেন। কিন্তু মাঝে ঢুকে যায় তৃতীয় ব্যক্তি রণবীর কাপুর। তারপর থেকে সালমান ক্যাটরিনার মাঝে দূরত্ব বাড়তে থাকে। কিন্তু রণবীরের সঙ্গে ব্রেকআপের পর থেকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে সল্লু মিঞা আর ক্যাটকে।

তবে নিজেদের মধ্যে বন্ধুত্বটা এখনও আগের মতো আছে। বলতে পারেন, তারা একে অন্যকে এখনও মন থেকে মুছতে পারেননি। আর সে কারণে এখনও একজন অন্যজনের জন্মদিনের তারিখ পর্যন্ত মুখস্ত করে রেখেছেন। ‘রেস থ্রি’-র সাফল্যের পর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘দ্য দাবাং ট্যুর রিলোডে’ একসঙ্গে মঞ্চ মাতাচ্ছেন সালমান-ক্যাটরিনা। ওই শোয়ের সাংবাদিক বৈঠকে ক্যাটরিনাকে ‘মাই বেবি’ বলে সম্বোধন করলেন বলিউড সুপারস্টার।

এসময় মজার ছলে এক সাংবাদিক ক্যাটরিনাকে জানান, তাঁর বেবির (সন্তান) জন্মদিন ১৫ জুলাই। সেই কথার রেশ ধরেই সালমান বলেন, ”আমার বেবির ১৬ জুলাই।” সালমানের মুখে এমন কথা শুনে লাজুক হাসি ক্যাটের ঠোঁটে। না বলে অনেক কিছু যেন বলে দেয় সেই হাসি।

বলিউডে গুঞ্জন, রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা আবার সালমানের কাছাকাছি এসেছেন। তবে আর প্রেম নয়, শুধুই বন্ধুত্ব।

তাহলে কি পুরোনো প্রেম ফের উথলে উঠল? উভয়ের কাজকর্ম কিন্তু সেদিকেই নির্দেশ করছে। দাবাং ট্যুরে ক্যাটরিনার উপস্থিতি ও সালমানের সান্নিধ্য আগুন আরও উসকে দিয়েছে। আর এখন তো গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে তার কারণও রয়েছে। ভালবাসা উঠলে না উঠলে কি আর প্রাক্তনকে ‘বেবি’ বলে সম্বোধন করে?

হ্যাঁ। ঠিকই শুনছেন। ক্যাটরিনা কাইফকে সালমান খান ‘বেবি’ বলে সম্বোধন করেছেন। আর এমন সম্বোধনে রেগে যাওয়া তো দূরের কথা, ক্যাট রীতিমতো উচ্ছ্বসিত। তিনি তো তাঁর প্রাক্তনীর ডাকে সাড়াও দিয়েছেন। সেই ভিডিও এখন সোশাল সাইটে ঘুরে বেড়াচ্ছে।