০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

পাবনায় চরমপন্থির মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার হাইংলার বিল থেকে মোমিন হোসেন (২৫) নামে এক চরমপন্থির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

মোমিন সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের মৃত জানু প্রামানিকের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন আতাইকুলার হাইংলার বিলে শাহাদত হোসেনের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গৌতম কুমার জানান, কে বা কারা কখন, কি কারণে তাকে হত্যা করেছে জানা যায়নি। তবে রাতের কোন সময় মোমিনকে শ্বাসরোধে হত্যার পর মাঠের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, মোমিন চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত সোমবার এলাকায় আসেন। ধারণা করা হচ্ছে, চরমপিন্থ দলের কোন্দলে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

পাবনায় চরমপন্থির মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১২:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার হাইংলার বিল থেকে মোমিন হোসেন (২৫) নামে এক চরমপন্থির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

মোমিন সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের মৃত জানু প্রামানিকের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন আতাইকুলার হাইংলার বিলে শাহাদত হোসেনের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গৌতম কুমার জানান, কে বা কারা কখন, কি কারণে তাকে হত্যা করেছে জানা যায়নি। তবে রাতের কোন সময় মোমিনকে শ্বাসরোধে হত্যার পর মাঠের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, মোমিন চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত সোমবার এলাকায় আসেন। ধারণা করা হচ্ছে, চরমপিন্থ দলের কোন্দলে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।