রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মুজাহিদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই নাজমুল হক মৃধার নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে মুজাহিদুলকে আটক করা হয়। সে তানোর পৌর এলাকার আমশো গ্রামের আসাদুল্লাহের ছেলে। মুজাহিদুল যৌতুকের মামলার দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত মুজাহিদুলকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।




















